খালেদাকে নিয়ে চলচ্চিত্র হবে ভৌতিক: হাছান

ডেস্ক: অনলাইন,

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র বানালে সেটি ভৌতিক হতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওপর নির্মিত ডকুফিল্ম নিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জেরে এ কথা বলেন হাছান। গতকাল দুপুরে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ নেতা।

শেখ হাসিনার কঠিন জীবন নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।

এই চলচ্চিত্রটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। যদিও এর প্রচার নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, এই চলচ্চিত্রের প্রচার নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। কারণ, এটি পরোক্ষ প্রচার।

জবাবে রিজভিকে ‘অদ্ভুত প্রাণী’ উল্লেখ করে হাছান বলেন, ‘মূলত বিএনপির নেত্রীকে নিয়ে এ ধরনের কিছু বানানো হয়নি বলেই তাদের গাত্রদাহ। বিএনপির রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত।’

শেখ হাসিনাকে নির্মিত চলচ্চিত্রের সাথে রাজনীতি কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানান হাছান। বলেন, ‘তারা (বিএনপি) নিজেরাই আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিএনপি সমাবেশ করে ধানের শীষে ভোট চেয়ে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। গত ১০ বছরে বিভিন্ন ইস্যুতে লবিস্ট নিয়োগ করেছেন। লবিং নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গণমাধ্যমে মনগড়া রিপোর্ট প্রকাশ করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়েও একটি প্রকাশনা হয়েছে। ‘হার লাইফ, হার স্টোরি নামে’ সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে বই প্রকাশ করেছেন সাংবাদিক মাহফুজউল্লাহ।

(আল-আমিন এম তাওহীদ, ১৮নভেম্ববর-২০১৮ইং)

SHARE