ভোলায় সুধীজনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

মনজু ইসলামঃ

ভোল নিউজ ২৮.১০.১৮

ভোলা জেলা পর্যায়ে সকল কর্মকতা ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস (অতিরিক্ত সচিব)।

রবিবার সকালে ভোলা জেলা প্রশাসক এর সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস (অতিরিক্ত সচিব)।

এই সময় উপস্থিত ছিলেন, কোষ্টগার্ড দক্ষিন জোনের কমান্ডার রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৃধা মুজাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর ছিদ্দিক, সহকারী পুলিশ সুপার সাব্বির আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, মনুপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা চৌধুরী, ভোলা পৌরসভার প্যানেল মেয়র শাহে আলম, ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক ও চেম্বার অব কর্মাসের পরিচালক সফিকুল ইসলাম সফি। লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন মিয়া, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুন, পিপি সৈয়দ আসরাফুল ইসলাম লাভু, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল আমিন নুরনবী মিয়া, জেলা তথ্য কর্মকতা আহসান কবির, নাজিউর রহমান কলেজ এর অধ্যক্ষ মাকছুদুর রহমান, ভোলা প্রেসক্লাব এর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকছুদুর রহমান,  সহকারী শিক্ষা অফিসার জাকিরুল হক, শ্রম অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক জহিরুল ইসলাম, কোষ্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার নুরুজ্জামান শেখ, এনএসআই এর উপ পরিচালক মোকলেছুর রহমান,  সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, বাস মালিক সমিতির সহ সভাপতি রুহুল আমিন, ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেনসহ জেলার সকল সরকারী কর্মকতাবৃন্দ।

SHARE