খুনি বিএনপিকে রক্ষা করতে ড. কামাল দায়িত্ব নিয়েছে : স্বরণ সভায় তোফায়েল

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,যারা দলছুট তারা আজকে একদল কালকে আরেক দল। ২০১৪ সালে বিএনপি নির্বাচন করে নাই কিন্তু নির্বাচন থেমে থাকেনি। সেই ২০১৪সালের নির্বাচন আন্তজার্তিকভাবে স্বীকৃতি পেয়েছে। ড.কামাল আর মদুদকে ভাল করে চিনি। ড. কামাল সরাসরি ভোটে কোনদিন জয়লাভ করতে পারেনি, বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসনে বিনাপ্রতিদন্ধিতায় জয়লাভ করেছে। আজকে তিনি দায়িত্ব নিয়েছেন খুনি বিএনপি দলকে রক্ষা করার জন্য, কেউ রক্ষা করতে পারবেনা। স্বাধীনতা বিরোধী যারা মা কে পুত্র হারা করেছে,বোন কে স্বামী হারা করেছে। মা বোনের ইজ্জত লুট করেছে তাদেরকে (বিএনপি) জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদেরকে পুর্ণবাসন করেছে ও নাগরিকত্ব দিয়েছে গোলাম আজমসহ অনেককে।আর যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদেরকে বিএনপি বিভিন্ন দুতাবাসে চাকরী দিয়ে পুর্ণবাসন করেছিল।

শনিবার (২০শনিবার) বিকেলে শহরের বাংলাস্কুল মাঠে জেলা আ.লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ভোলা জেলা শাখার সাবেক সভাপতি মরহুম অধ্যক্ষ মোফাজ্জল হোসেন শাহীন মিয়ার স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ বলেন, যারা ২১আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল আজকে তাদের ফাসিঁর হুকুম হয়েছে আর তারেক রহমানসহ ১৯জনের যাবজ্জীবন হয়েছে।বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে এজন্য জেলে বন্দী আছে। আর বাংলা ভাই সাঈদ ভাই নামে আমাদের লোককে হত্যা করেছে তাদের সাথে জোট হয়েছে। তারা যদি ক্ষমতায় আসে এদেশের মানুষ বাড়িঘরে থাকতে পারবেনা।

জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে স্বরণ সভায় উপস্থিত ছিলেন, মিসেস আনোয়ারা আহমেদ, মহিলা সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট মমতাজ, পৌরমেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা চেয়ারম্যান মোশারেরফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড জুলফিকার আমিন, সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, বাহালুল মোল্লা, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস প্রমূখ।

পরে আলোচনা ও স্বরণ সভা শেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

(আল-আমিন এম তাওহীদ, ২০অক্টোবর-২০১৮ইং)

SHARE