মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবীতে ভোলায় বিক্ষোভ

সোহাগ হাওলাদার,

মুক্তিযোদ্ধাদের ৩০% সংরক্ষিত কোটা পুনরায় বহাল রাখার দাবীতে ভোলায় বিশাল মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধারা,তাদের সন্তান,নাতি,শিক্ষক সাংবাদিক সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশ নেয়। 
ভোলা প্রেসক্লাবের সামনে বেলা ১১ টা থেকে শুরু হয় মানবন্ধন ও সমাবেশ। ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মো: হামিদুর রহমান হাসিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, ভোলা চেম্বর এন্ড কমার্স ইন্্রাষ্ট্রিজের পরিচালক সফিকুল ইসলাম ,সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অহিদুর রহমান,ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, ,ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংস সন্তান কমান্ডের যুগ্নআহবায়ক তানজিরুল ইসলাম,কামরুল ইসলাম,ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আরিফুর রহমান সোহাগ,ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম,মুক্তিযোদ্ধা সন্তান শাখাওয়াত হোসেন সোহেল,হোসেন কবির প্রমুখ। এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোট পুনরায় বহাল রাখার জন্য সরকারের কাছে দাবী জানান। তা না হলে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ উত্তরাধীকাররা কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবে বলে হুশিয়ার দেন। পরে মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের। এক পর্যায়ে ভোলা সদর রোডের বাংলাস্কুল মোড়ে বিক্ষোভ কারীরা অবস্থান করে সড়ক অবরোধ করে আন্দলন করে। এসময় সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে। দুপুরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর মুক্তিযোদ্ধার ৩০ ভাগ কোটা পুনরায় বহাল রাখার দাবী জানিয়ে একটি স্মারক লিপি পেশ করা হয়। এছাড়া একই দাবীতে ভোলার দৌলতখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

(আল-আমিন এম তাওহীদ, ৯অক্টোবর-২০১৮ইং)

SHARE