বজ্রপাত থেকে বাঁচতে আমরা ভোলাবাসীর ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ

সোলাইমান মামুনঃ

ভোলা নিউজ-০৬.১০.১৮

ব্জ্রপাত নিরোধের জন্য ভোলায় ব্যাতিক্রম ধর্মী উদ্দোগ গ্রহন করেছেন আমরা ভোলাবাসী নামক সেচ্ছাসেবী সংগঠন। তারা ভোলার বিভিন্ন সড়কের পাসে কয়েক লক্ষ তাল গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারই অংশ হিসেব আজ ভোলা পৌর আলগী ও গাজিপুর রোড আবাসিক এলাকায় সেচছাসেবী সংগঠনটি  ৩ হাজার তাল গাছের চারা রোপন করেন। পর্যায় ক্রমে এবছর আরো ১৬ হাজার তাল গাছের চারা রোপন করবেন। সংগঠনটির আহবায়ক ফারুক সিকদারের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সোলায়মান মামুন, মিজানুর রহমান, শেখ ফরিদ, আব্দুল মতিনসহ শতাধিক সেচছাসেবী । আজ সকাল ১০ টায় শুরু হয়ে প্রথম দিনের কর্মসূচি বিকেল ৩টায় শেষ হয়। উল্লেখ্য গত কয়েক বছরে ভোলায় বজ্রপাতে কৃৃৃষকসহ কয়েক শত মানুষের প্রাণহাণী ঘটেছে।

SHARE