ভোলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল-আমিন এম তাওহীদ-ভোলানিউজ.কম,

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃংঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে ভোলা জেলার সকল পূজা উদযাপন কমিটির সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯সেপ্টেম্ববর) সকাল ১১টার দিকে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ( লালমোহন সার্কেল) এর সভাপতিত্বে  পুলিশ সুপারের কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক আবু তাহের, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে প্রমূখ।

এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান, বিটিভির আবু তাহের এবং জেলার সকল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক।

এসময় জেলা পুলিশ সুপার মোকতার হোসেন বলেন, এবছর ভোলা জেলায় মোট ১০৭টি পূজা মন্ডপ রয়েছে। প্রত্যেক মন্ডপে দূর্গাপূজা উদযাপন হবে।জেলা পুলিশের সকল নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ৩ স্তরের নিরাপত্তা থাকবে, পুলিশ, গোয়েন্দা, বিশেষ শাখা। কেউ বিশৃংঙ্খলা ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। পুলিশের কাজই জণগনের নিরাপত্তা দেয়ার। পূজা উপলক্ষে জেলা পুলিশের কড়া নজরদাড়ি রয়েছে।

(আল-আমিন এম তাওহীদ, ২৯সেপ্টেম্ববর-২০১৮ইং)

SHARE