ভোলায় স্কুলে বিপুল পরিমানে নিষিদ্ধ নোট গাইড জব্দ, জরিমানা করলো হাসান বুক হাউসকে

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

ভোলায় ভ্রাম্যমানের অভিযানে শহরের মাছুমা খানম বিদ্যালয়ের শ্রেনী কক্ষ থেকে ১প্রথম শ্রেনী থেকে ৮ম শ্রেনীর বিপুল পরিমানে নিষিদ্ধ নোট গাইড জব্দ করেছে।

সোমবার (২৪ সেপ্টেম্ববর) সন্ধ্যায় দিকে এ অভিযান পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

এসময় বাংলাস্কুল মোড়ে অবস্থিত হাসান বুক হাউসকে ২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। তবে নিষিদ্ধ নোট গাইড রাখার দায়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখন পযর্ন্ত কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। জানাযায় ওই নোট গাইড রাখার দায়ে জরিমানা করা হয় হাসান বুক হাউসকে।

স্কুলের শ্রেনীকক্ষে নিষিদ্ধ নোট গাইড রাখা সম্পর্কে জানতে চাইলে, বিষয়টি মাছুমা খানম স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহীম এরিয়ে যান।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এক প্রশ্নের জবাবে বলেন, স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আমার কোন ক্ষমতা নেই। ব্যবস্থার নেয়ার ক্ষমতা একমাত্র জেলা প্রশাসক মহোদয়ের।

(আল-আমিন এম তাওহীদ, ২৪সেপ্টেম্ববর-২০১৮ইং)

SHARE