আজ রাত ১১টায় ডিবিসি চ্যানেলের পর্দায় আসছেন বিজেপি চেয়ারম্যান পার্থ,

ডেস্ক: রিপোর্ট,

দেশের বর্তমান সম-সাময়িক রাজনৈতিক আলোচনা নিয়ে ‘‘ঢাকা বাংলা চ্যানেল’’ (ডিবিসি)র পর্দায় আসছেন আজ রাত ১১টায় ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিজেপি চেয়ারম্যান এবং ২০দলীয় জোটের শীর্ষ নেতা ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ।

(এমআই,২৪সেপ্টেম্ববর-২০১৮ইং)

SHARE