রাজশাহী ও রংপুরে জেএমবি প্রধানসহ- আটক ৫

অনলাইন ডেস্ক: ভোলানিউজ.কম,

জঙ্গিগোষ্ঠী জেএমবির রাজশাহী ও রংপুর বিভাগের শীর্ষ দুই নেতাসহ সামরিক শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে বগুড়ার পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের হেডকোয়ার্টার্স ইনটেলিজেন্স ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক যৌথ অভিযানে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিএমবি নেতারা হলেন রাজশাহী ও রংপুর বিভাগের ইছাবা প্রধান জামালপুর জেলার বড়াইকুড়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে মাসুম ওরফে গোপাল ওরফে ইয়ামিন (৪৬); রাজশাহী বিভাগের সামরিক শাখার প্রধান রাজশাহীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা গ্রামের আকবর আলীর ছেলে বুলবুল ওরফে সোহাগ (৩২); রাজশাহী বিভাগের সমারিক শাখার সদস্য একই এলাকার একরামুল হকের ছেলে মাসুদ রানা (৩১); সামরিক শাখার সদস্য রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুরের উৎপল হারার ছেলে নওমুসলিম  আতিকুর রহমন ওরফে সৈকত (৩৩) ও সামরিক শাখার সদস্য রাজশাহীর চারঘাট উপজেলার আশরোরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে দর্জি মিজান (৩৫)।

তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৩টি ধারালো চাকু ও হ্যান্ডকাফ জব্দ করে পুলিশ।

আজ দুপুর ১২টায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা সংবাদ সম্মেলে জানান, জেএমবির সদস্যরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

(আল-আমিন এম তাওহীদ, ৫সেপ্টেম্বর-২০১৮ইং)

SHARE