২০০১সালে বিএনপি সংখ্যালঘুদের নির্যাতন করেছে – ভোলায় তোফায়েল

আল-আমিন এম তাওহীদ-ভোলানিউজ.কম,

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, ২০০১সালে বিএনপি ক্ষমতায় এসে সনাতন ধর্মলম্ভীদের ওপর চরম নির্যাতন করেছিল। আবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে প্রথম দিনেই ১লক্ষ মানুষকে হত্যা করবে আপনারা কেউ বাড়িঘরে থাকতে পারবেন না। এ কথা গুলো আপনাদের মনে রাখতে হবে।

রবিবার (২সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে, ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টুমী উপলক্ষে ভোলা শহরের বাংলাস্কুল ভাষাণী মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ২০০১ সালের পরে আমি নিজের চোখে দেখেছি বিএনপির নেতাকর্মীরা মায়ের সামনে মেয়েদেরকে ধরে এনে পাষবিক অত্যাচার করেছে। বাড়িঘরে থাকতে পারেনি মানুষ। নিজের ইজ্জত রক্ষার জন্য পানির ভিতরে নেমে পালিয়েছে, সেখান থেকে উঠিয়ে হিন্দু মা-বোনদের ওপর বিএনপি অত্যাচার করেছে।

তোফায়েল আহমেদ আরো বলেন, আজ বাংলাদেশকে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের কাছে মর্যাদার আসনে বসিয়েছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। ৩মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামি নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।

ভোলা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক পীর হাবিবুর রহমান। জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস মাহমুদ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ গৌরাঙ্গ চন্দ্র দে প্রমূখ।

পরে আলোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী শ্রীকৃষ্ণের জম্মাষ্টুমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মদন মোহন মন্দিরে গিয়ে শেষ হয়।

(আল-আমিন এম তাওহীদ, ২সেপ্টেম্বর-২০১৮ইং)

SHARE