ভোলায় “শ্রাবনের শোকগাথা’’

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ বরিশাল অঞ্চলের আয়োজনে ভোলা প্রেসক্লাবে ‘‘বঙ্গবন্ধুকে নিবেদিত পাঙ্ক্তিমালা শ্রাবনের শোকগাথা’’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১আগস্ট) রাত টার দিকে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সামস উল আলম মিঠুর সভাপতিত্বে ‘‘বঙ্গবন্ধুকে নিবেদিত পাঙ্ক্তিমালা শ্রাবনের শোকগাথা’’ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও বেতার টেলিভিশনের ভোলা প্রতিনিধি হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, সাংবাদিক মোতাছিন বিল্লাহ, প্রথম আলো পত্রিকার ভোলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, মাছরাঙ্গা টিভির ভোলা প্রতিনিধি হাসিব রহমান, ভোলানিউজের সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, বাসস’র মুন্না, বৈশাখী টিভির ভোলা প্রতিনিধি হোসাইন সাদী, জেলা স্বেচ্ছাস্বেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম আবিদ, জেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি অভিনাশ নন্দি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীবৃন্দ,রাজনৈতিকবৃন্দ প্রমূখ।

আয়োজিত অনুষ্ঠানে বক্তরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস এ বাংলার মাটি ও মানুষের অন্তরে গাথামালা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম,বাঙ্গালীদের অধিকার আদায়ে বলিষ্ট কণ্ঠস্বর ছিলেন বঙ্গবন্ধু।

(আল-আমিন এম তাওহীদ, ৩১আগস্ট-২০১৮ইং)

SHARE