অনলাইন ডেস্ক-ভোলানিউজ.কম,
গোটা দেশ এখন অনিরাপদ- এমন দাবি করে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী দেশকে নিরাপদ করার জন্য তরুণ প্রজন্মকে মাঠে নামার আহ্বান জানাতে দেশজুড়ে জনসংযোগ কর্মসূচিতে নামছেন। প্রজন্ম বাংলাদেশের ব্যানারে এক মাসের এ কর্মসূচিতে তার সঙ্গে থাকবেন স্ত্রী ও মেয়েও।
আজ শুক্রবার বারিধারার নিজ বাড়িতে প্রজন্ম বাংলাদেশ-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহী। তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।
ক্যাম্পেইন উদ্বোধন করতে তিন দলের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মাহী বি চৌধুরী। তিনি বলেন, যুক্তফ্রন্টের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন সেখানে।
মাহী বি চৌধুরী বলেন, ‘প্রজন্ম বাংলাদেশ আগামী ২ সেপ্টেম্বর থেকে এক মাসের অহিংস কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এসব কর্মসূচিতে আমার স্ত্রী ও মেয়েসহ সবাই থাকবে। এ জন্য মেয়ে ছুটি নিয়ে আমেরিকা থেকে এসেছে।’
নিরাপদ সড়কের দাবিতে প্রজন্ম বাংলাদেশের ভূমিকা কী- এমন প্রশ্নের জবাবে মাহী বি চৌধুরী বলেন, ‘এটি কোনো সামাজিক আন্দোলন নয়। পুরো দেশকে অনিরাপদ রেখে আপনি শুধু নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করলে হবে না। দেশকে নিরাপদ করার জন্যই এটি একটি রাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনে প্রজন্ম বাংলাদেশ যুক্ত ছিল, হয়তো তারা প্রজন্মের ব্যানারে আন্দোলন করেনি।’
তাদের কর্মসূচি নিয়ে সারা দেশে এবং দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে যাবেন জানিয়ে মাহী বলেন, ‘যারা দেশের বর্তমান অবস্থার পরিবর্তন চায়, তাদের জন্য তরুণ প্রজন্মের দুয়ার খোলা। আমাদের ক্যাম্পেইনে তরুণ প্রজন্ম তাদের কথা বলতে পারবে। তারা কেমন বাংলাদেশ চায় তা জানাতে পারবে।’
বিকল্পধারার যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে মাঠে নেমে আসার আহ্বান জানাব। দেশের বৃহত্তর জনগোষ্ঠী, যারা দেশ গঠনে কাজ করতে চায়, কিন্তু সেই তরুণদের কোনো প্ল্যাটফর্ম নেই, তাদের জন্য আমাদের এই উদ্যোগ।’
দেশের স্বাধীনতাবিরোধীরা প্রজন্ম বাংলাদেশ-এর প্ল্যাটফর্মে আসতে পারবে না বলে জানান মাহী। জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে বৃহত্তর ঐক্য হলে প্রজন্ম বাংলাদেশও তাদের সঙ্গে থাকবে।
(আল-আমিন এম তাওহীদ, ৩১আগস্ট-২০১৮ইং)