ভোলার তেতুঁলিয়া নদীতে নৌকা ডুবি নিহত-১,নিখোঁজ-২, আহত-৩

আল-আমিন তাওহীদ /মঞ্জু-ভোলানিউজ.কম,

ভোলার ভেদুরিয়া চর-চটকিমারা গ্রামে চাচার বাড়িতে নৌকায় ঈদের দাওয়াতে যাওয়ার পথে তেতুঁলিয়া নদীর মাঝখানে নৌকাটি ডুবে যায়। এঘটনায় নিহত হয়েছে ১জন, নিখোঁজ রয়েছে-২ জন, আহত- ৩জন।

শনিবার (২৫আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মেঘনা তেতুঁলিয়া নদীতে এঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানায়, সন্ধ্যার দিকে ভেদুরিয়াঘাট থেকে ১৭জন লোকসহ একটি ডিঙ্গি নৌকা চরচটকিমারার উদ্দেশ্যে রওয়ানা দেয়।তেতুঁলিয়া নদীর মাঝ বরাবর গেলেই নৌকাটি ডুবে যায়।বিষয়টি দেখতে পেয়ে আমরা এলাকাবাসি স্পিডবোর্ড,ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৪জনকে জীবিত উদ্ধার করি, ও একটি ৬বছরের শিশুকে নিহত উদ্ধার করি, নিহত শিশুর বোন ও মা নিখোঁজ রয়েছে তাদেরকে অনেক খোজাখুজি করেও উদ্ধার করতে পারিনি এবং ৩জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা হাসপাতালে পাঠিয়েছি তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে।

নিখোঁজ-২ ও নিহত-১ মেহন্দিগঞ্জ শ্রীপুরের বাসিন্দা।

সংবাদ লেখা পর্যন্ত নাম ঠিকানা পাওয়া যায়নি,

বিস্তারিত আসছে……

(আল-আমিন এম তাওহীদ, ২৫আগস্ট-২০১৮ইং)

SHARE