লালমোহন যুবদল নেতা কবিরকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

লালমোহন প্রতিনিধিঃ

ভোলা নিউজ-০৯.০৭.১৮

ভোলায় মামলার নিয়মিত হাজিরা দিতে ঢাকা থেকে অাসার পথে লঞ্চ থেকে যুবদল নেতা কবির হাওলাদার কে ডিবি পরিচয়ে তুলে নিয়েছে একদল লোক।

ভোলা জেলা যুবদলের সদস্য ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোঃ কবির হাওলাদার কে ঢাকা হতে ভোলায় অাসা কর্নফুলী-১০ লঞ্চ থেকে তুলে নিয়ে গেছে অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কতিপয় লোক। সংখ্যায় ৬/৭ জনের একটি দল ভোর অানুমানিক ৫ টার দিকে তুলে নিয়ে অাসা হয় বলে প্রত্যক্ষদর্শীগন ও ওই সময় তার সাথে একই লঞ্চে থাকা লালমোহনের সাংবাদিক সহিদুল ইসলাম ভোলা নিউজকে জানিয়েছেন। ভোলার অাইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোন কিছু স্বিকার করা হচ্ছেনা। গ্রেপ্তারকৃত যুবদল নেতাকে গ্রেপ্তারের কথা স্বিকার না করায় তার পরিবার পরিজনের মধ্যে দেখা দিয়েছে মারাত্মক উৎকন্ঠা। গত এক বছরে কবির হাওলাদারকে কমপক্ষে ০৩ বার মিথ্যা ও হয়রানী মুলক মামলায় অাটক করে কারান্তরীন করা হয়েছে বলে তার পরিবার ও দলীয় সুত্র জানায়। ওসি ডিবির সাথে কথা হলে তিনি বলেন, আমি ম্যাজিস্ট্রেট এর সাথা একটি কাজে ব্যাস্ত আছি কাজ শেষ হলেই কথা বলবো।

SHARE