জাকির নায়েককে ফেরত দিচ্ছে না মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক.ভোলানিউজ.কম,

ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েককে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়াতে আশ্রয়ে থাকা জাকিরের বিরুদ্ধে সে দেশেও উগ্রবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে।

জাকির নায়েককে ফিরিয়ে আনতে মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করার বিষয়টি ভারত সরকার নিশ্চিত করার এক দিন পর মাহাথিরের কাছ থেকে এ বক্তব্য এল।

শুক্রবার সন্ধ্যায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় সংবাদ সম্মেলনে জাকির নায়েককে ফেরত পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে মাহাথির মোহাম্মদ বলেন, ‘তিনি কোনো সমস্যা তৈরি না করলে আমরা তাকে ফেরত পাঠাব না। কারণ তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।’

এর আগে জাকির নায়েক ভারতে ফিরছেন বলে জানায় দেশটির কয়েকটি গণমাধ্যম। মালয়েশিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি বলেছিল, শিগগির জাকির ভারতে ফিরছেন।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উসকানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির ভারত ছাড়েন। প্রথমে সৌদি আরবে গেলেও পরে মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্রজায়া শহরে তাকে বসবাসের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। সূত্র:এনডিটিভি,

(আল-আমিন এম তাওহীদ, ৭জুলাই-২০১৮ই)

SHARE