ভোলার আইনজীবী মনির আর নেই

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-০৭.০৭.১৮

  • ভোলা অাইনজীবী সমিতির সদস্য এডভোকেট মনির হাসান চৌধূরী মিঠু দীর্ঘ দিন যাবৎ চিকন গুনিয়া রোগে আক্রান্ত হয়ে পি,জি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ৭ জুলাই সকাল ৯ টায় সময় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রওয়াজিউন। তার মৃত্যুতে  ভোলা বারের সাবেক সভাপতি সালাউদ্দিন হাওলাদার ও বর্ততমান সম্পাদক নুরুল আমিন নুরনবীসহ  সকল সদস্যরাা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং সাথে সাথে শোকাহত পরিবার জেন শোক সইতে পারে সেই দোয়া চেয়েছেন মহান আল্লাহর দরবারে।মনির হাছানের গ্রামের বাড়ি  চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় বলে জানিয়েছেন ভোলা বাবের সদস্য এএডভোকেট আরিফুর রহমান।
SHARE