ভোলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে মাদক সম্রাট জাকির নিহত

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

ভোলায় ডিবি পুলিশের সাথে বন্ধুক যুদ্ধের মাদক ব্যবসায়ী জাকির (৫০) নিহতের ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থল থেকে পুলিশ দেশীয় বন্ধুক, ৫ রাউন্ড গুলি,৩টি বগি দা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

(২৫জুন দিবাগত) রাত ৪টার দিকে ভোলা সদর উপজেলার দিঘলদী ইউনিয়নের বেরিরহাট বাজারে এঘটনা ঘটে।

ভোলা জেলা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার গভীর রাতে কতিপয় মাদক ব্যবসায়ী বাগমারা এলাকায় মাদক নিয়ে ঝগড়া বিবাধ সৃষ্টি করেছিল। গোপন সংবাদ পেয়ে ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে রাত ৩ টা ৪৫ মিনিটের সময় ডিবির টিম বেড়ি বাঁধ বাজারটি ঘোরাও করে। পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি করে। পুলিশ আতœরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় কয়েক জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে দেশীয় এলজি নল কাটা বন্ধুক,কোমরে থাকা ৫ রাউন্ড গুলি,৩টি রামদা ও এক কেজি গাঁজা পাওয়া যায়। মাদক ব্যবসায়ী জাকিরের নামে হত্যা,চাঁদাবাজী,মাদক,অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে। এঘটনায় ভোলার ৫ ডিবি পুলিশ সদস্য আহত হয়েছে বলেও পুলিশ দাবী করেছে।

আহত ৫ পুলিশ সদস্যকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। পরে মাদক ব্যবসায়ী জাকিরের লাশ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শণ করেন।

(আল-আমিন এম তাওহীদ, ২৬জুন-২০১৮ই)

SHARE