ভোলা থেকে চলে গেলেন গরিবের বিচারক সাইফুল আলম

বিশেষ প্রতিনিধিঃ

ভোলা নিউজ-১২.০৬.১৮

ভোলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম পদোন্নোতিজনিত কারনে বদলি হয়েছেন। তিনি ভোলার চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন। ভোলার আদালতে কর্মরত অবস্থায় তিনি রেকর্ড সংখ্যক মামলার নিষ্পত্তি করেছেন। ভোলার বিচার প্রার্থী সাধারন মানুষ তাকে গরিবের জজ বলে ডাকতেন। ভোলা বারের সিনিয়র আইনজীবীরা তাকে অত্যান্ত ধৈর্যশীল, ঠান্ডা মাথার বিচারক হিসেবে উল্লেখ করে বলেন, তার মত এত অল্প বয়সে এতো সুন্দর আইনগত বিচার দেওয়া জজের সংখ্যা আমাদের দেশে খুবই কম পাওয়া যায়। আশা করবো তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। ভোলা বারের জুনিয়র একাধিক আইনজীবী সাইফুল আলম কে নিয়ে বলেন, তিনি অত্যন্ত আইনজীবি বান্ধব বিশেষ করে জুনিয়র আইনজীবীদের তিনি খুবই ভালোবাসতেন অত্যান্ত মনোযোগের সহিত তাদের বক্তব্য শুনতেন এবং তথা সম্ভব আইনের মধ্যে থেকে জুনিয়রদের প্রতিকার দেয়ার চেষ্টা করতেন। আজ বিকেলে এই বিচারকের বদলি উপলক্ষে ভোলা বিচার বিভাগের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায়  আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর জেলা জজ মোঃ আতাউর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এনামুল হক, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  শরীফ মোঃ সানাউল হক, বিদায়ী অতিথি মোঃ সাইফুল আলম, সিনিয়র সহকারী জজ মোঃ কামাল হোসেন, সিনিয়র জুডিঃ ম্যাজিঃ হুমায়ূন কবীর।

SHARE