ভোলা সদর হাসপাতালের গরিবের সেবক পুলিশ মামুন পুরুস্কার পেলেন,

আল-আমিন এম তাওহীদ-ভোলানিউজ.কম,

আমাদের চোখের সামনে অনেক কিছু প্রতিদিন ঘটে বেড়াচ্ছে, তবে যারা প্রকৃত দক্ষ তারা বঞ্চিত থাকে। তারা বেশিরভাগ চোখের আড়াঁল হয়ে যায়। বলতে চাই ভোলা সদর হাসপাতালের কাহিনী। ডাক্তার না থাকলেও দেখা যায় এই অদম পুলিশ সদস্যকে রোগীদের পাশে। বেশিরভাগ সেবা করেই দিন কাটাচ্ছেন রোগীদের।রোগীদের সুখ-দুঃখ বোঝার মতো একজন দক্ষ পুলিশ সদস্যই পারে শত যন্ত্রনা শেয়ার করতে।

সোমবার (১১জুন) ভোলা সদর হাসপাতালের আইন শৃংখলা রক্ষায় নিরলস দায়িত্ব পালন করায় এবং গুরুত্বপূর্ন অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে ।পুরুস্কৃত করেন ভোলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ । পুলিশ নায়েক মামুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোক্তার হোসেন এবং সিভিল সার্জন ভোলা ডাঃ রথীন্দ্রনাথ মজুমদার।

শুধু এটাই শেষ নয় রয়েছে নায়েক মামুন পুলিশ সদস্যর অবদানের সমাহার। জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনা রক্ষা করেই বাকি সময় পার করছেন রোগীদের সেবায়। যখনি প্রবেশ করি হাসপাতালে সার্বক্ষনিক রোগীদের পাশে দেখা যায় এই পুলিশ নায়েক মামুনকে। পুলিশ সদস্য মামুনের ভালবাসায় সিক্ত চিকিৎসা নিতে আশা আগত হাসপাতালের রোগীরা।

(আল-আমিন এম তাওহীদ, ১১জুন-২০১৮ইং)

SHARE