ভোলায় ঈদকে সামনে রেখে শহর পরিছন্ন রাখা, ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা কর্তৃপক্ষ,

আল-অঅমিন এম তাওহীদ,ভোলানিউজ.কম,

ভোলা শহর আধুনিক উন্নয়নে ঝলমল টলমলে।রাস্তাঘাট থেকে শুরু স্কুল কলেজের মাঠ ঘাট অপরুপে সাজিয়েছেন ভোলা পৌরসভার ২বারের নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনির। এরই ধারবাহিকতা রক্ষার জন্য ভোলা পৌরসভার সদর রোড,কাচাঁবাজার ও চকবাজার এলাকায় রাস্তার দুইপাশে গজিয়ে উঠা ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভোলা পৌরসভা কতৃপক্ষ।

৭ জুন (বৃহস্পতিবার) সকালে ভোলা পৌর সচিব আবুল কালাম আজাদের নেতৃত্বে স্যানেটারী ইনসপেক্টর মো: ফারুক, মার্কেট অফিসার জয় চন্দ্র দে, সুপার ভাইজার হাসান,আনোয়ার এ উচ্ছেদ অভিযান চালায়।

ভোলার ফুটপাতে দোকান থাকার কারনে মানুষের চলাচালে অসুবিধা হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ভোলা পৌর কতৃপক্ষ। তারা জনায় ফুটপাতের এ সকল দোকান নিয়ম বর্হিভূত ভাবে গজিয়ে উঠেছিলো। এসকল দোকানের কারনে মানুষের ফুটপাত দিয়ে হাটতে অসুবিধা হতো।

(আল-আমিন এম তাওহীদ, ০৭জুন-২০১৮ইং)

SHARE