ভোলায় ঈদে যাত্রী ফেরা নিরাপদ নিশ্চিতরণ বিষয়ে কোস্টগার্ডের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টারঃ

ভোলা নিউজ-০১.০৬.১৮

ভোলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখি যাত্রীদের নিরাপদ নৌযান নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড, দক্ষিন জোন এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের দক্ষিন জোনের হলরুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই সময় ভোলার বিআইডাব্লিউটিএ এর প্রতিনিধি, জেলা পুলিশের প্রতিনিধি, লঞ্চ মালিক ও ঘাট ইজারাদার প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দ্বীপ জেলা ভোলার নৌযান এর মাধ্যমেই ঘরমুখি মানুষের একমাত্র ভরসা। তাই ঘর মুখি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বলেন, ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় নির্ধারিত ভাড়া ব্যতিত এবং সরকার অনুমোদিত কোন ঘাট ছাড়া যাত্রী নামানো যাবে না। কোস্ট গার্ডের কোন সদস্য পোশাক ব্যতিত অভিযান করবে না এবং কোস্ট গার্ড অথবা প্রশাসনের কোন সদস্য পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজী করলে তাকে আইনের আওতায় দেওয়ার জন্য বলা হয়। এসময় উপস্থিত ছিলেন, কোস্ট গার্ডের দক্ষিন জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন রাকিব উদ্দিন, ল্যাপটেনেন্ট কমান্ডার হামিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু, বিআইডাব্লিউটিএর সহকারী পরিচালক কামরুল ইসলাম, নৌ থানার ইনচার্জ পায়েল হোসেন প্রমুখ।

SHARE