জেরুজালেম রক্ষা ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও পথসভা,

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

জেরুজালেম রক্ষা ও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও পথসভা করেছে সামাজিক সংগঠন।

মঙ্গলবার (২২মে) সকাল ১১টার দিকে ভোলা জার্নালিস্ট ফোরাম,সেচ্ছাসেবী রক্তদান সংগঠন বলাকা ও সেচ্ছাসেবী সংগঠন হেল্প এন্ড কেয়ার এ মানববন্ধনের আয়োজন করেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চেম্বার অব-কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসাইন, বলাকার জেলা সভাপতি এমএইচ ফাহাদ, ভোলানিউজের নির্বাহী সম্পাদক আল-আমিন এম তাওহীদ,মোকাম্মেল মিশু, এম শরিফ প্রমূখ।

আয়োজিত মানবন্ধনে ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ইসরাইরী বর্বরতা হামলা চলছে ও জেরুজালেমের প্রতি বিশাল ষড়যন্ত্র হচ্ছে এবং ফিলিস্তিনি মুসলিমদের উপর চলছে নির্মম অত্যাচার। এই ভয়াবহ অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানাই। ইসলাম ও মুসলিম রক্ষায় প্রযোজনে জীবন দিবো তবুও মাথা নত হবো না। একের পর এক ইহুদিরা মুসলিমদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমের লজ্জাস্থান কেটে ফুটবল খেলেছে এসকল নাক্যারজনক কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে ইসরাইলী পণ্য গুলো আমরা সবাই বংকট করবো। এসকল অত্যাচার অচিরে বন্ধ না হলে আরো বড় ধরনের মানবন্ধনের ঘোষনা দেন।

( আল-আমিন এম তাওহীদ, ২৩মে -২০১৮ইং)

SHARE