সাহিত্য ডেস্কঃ
ভোলা নিউজ-২০.০৫.১৮
মন খারাপের ব্যবসা আর কি!
তা না হলে আবার মন খারাপ
তারপর যেতে যেতে একটা বাড়ী
সেটা আবার মন খারাপের বাড়ী
ক্ষমতার মানুষদের মনটা তো
এক ধরনের প্লাস্টিকের উপর
পিতলের চকচকে একটা কিছু
যেখানে কোন আপন পর নেই
আপন জনের কি হোল না হলো
অথবা ধরুন কোন সন্তুতিও নেই
আছে ক্ষমতার মধ্যে লিডারশীপ
আছে সবকিছুতে রাজনীতি করা
প্রকারান্তরে ইভটিজিং এর চর্চা
আছে এই রকম সেই রকম মনের
প্লাস্টিকের উপর পিতলের পলিশ
এই আর কি আপন টাপন কারে কয়!
মনের মধ্যে ঝং ধরিলে যে বাড়ে ক্ষমতা
এমন মনের আবার খারাপ তার আবার
মন খারাপের বিশাল একটা বাড়ী
আসলে হইলো এইটা একটা মস্তবড় হাড়ি
কিযে করি আমি মনখারাপের আবার বাড়ী
মনের মধ্যে ঝং ধরে যার
সেইতো পারে মস্ত বড় নেতা হতে
আমার একটা মন খারাপের
বিশাল বড় বাড়ী আছে
সেই বাড়ীতে একটু আদটু
সবই আছে। দরজাটাও খোলা
লিডারশীপে যেমন থাকে সবই আছে
দরজা খোলা জানলাতেও নেই পর্দা
রেলিংটাতে হাওয়া লেগে ঝং ধরে
এরপর তারাতারি মনখারাপের বাড়ী
মানে মনখারাপের ব্যবসা আর কি
চলবে…..