‘ফরমালিন চেককারী ব্যক্তিটিও ভেজালমুক্ত হতে হবে’

অনলাইন ডেস্ক: ভোলানিউজ.কম,

২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণই শেখ হাসিনার অঙ্গীকার। তাই খাদ্যদ্রব্যে ভেজাল মেশালে উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।  তিনি বলেন, ফরমালিন চেক করার মেশিন যতই ভালো হোক না কেন এটা পরিচালনা করার ব্যক্তিটি যদি ভেজাল থাকে তাহলে কিছুই করা সম্ভব না।

রবিবার তেজগাঁও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে আয়োজিত বিশ্ব মেট্রোলজি দিবস ২০১৮ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক সরদার আবুল কালাম ও শিল্পমন্ত্রীর একান্ত সচিব এনামুল হক।
আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে উপনীত হয়েছে। আমাদের মাথাপিছু আয় এখন ১৭৫২ মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আমরা ইতোমধ্যে মহাকাশ জয় করতে সক্ষম হয়েছি। গত কয়েকদিন আগে জাতিসংঘ বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি দিয়েছে।’

‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিল্প মন্ত্রণালয় শুরু থেকে বিএসটিআই`র সক্ষমতা বৃদ্ধির কার্যকর উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ দেয়া হয়েছে। শিল্পখাতে উন্নয়নের জন্য বিএসটিআইকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে।’

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে দেশের প্রতিটি জেলায় বিএসটিআই`র অফিস নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। রমজানে ভেজালবিরোধী অভিযান এবং সার্ভিল্যান্স কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি সূচিত হয়েছে। এখন রমজান মাস চলছে। আমি বিএসটিআই`র কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিয়েছি কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিন্মমানের, ভেজাল, নকল ও অস্বাস্থ্যকর পণ্য কেনা-বেচার মাধ্যমে রমজানের পবিত্রতা বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

(আল-আমিন এম তাওহীদ, ২০মে-২০১৮ইং)

SHARE