আমার মা বাবা নেই আপনারাই আমার বাবা মা -বিডিও বার্তায় এমপি মুকুল

ইয়ামিন হোসেনঃ

আমার মা নেই বাবা নেই আপনারাই আমার বাবা মা। আমি মেয়র ও এমপি নির্বাচিত হওয়ার পর থেকে দৌলতখান বোরহানউদ্দিনের মানুষকে বাবা মায়ের মতই সেবা দেওয়ার চেষ্টা করছি। পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা জনিয়ে এমপি আলী আজম মুকুল সিঙ্গাপুর থেকে ভোলা বাসির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। আবেগঘন এই বিডিও বার্তায় তিনি বলেন, আমি এপ্রিল মাসের ৩ তারিখ সিঙ্গাপুরে এসেছি। ৯ এপ্রিল আমার চলে যাওয়ার কথা ছিলো। হঠাৎকরে ৮ এপ্রিল আমি অসুস্থ হয়ে পরলে আমার ছোট ভাই ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব আমাকে হাসপাতালে নিয়ে আসে। আমার অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশ থেকে ছুটে আসেন আমার অভিবাবক সফল বানিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ ও আমার ভগ্নি পতি। আমার অসুস্থতার খবর বাংলাদেশে বিশেষ করে ভোলায় পৌঁছুলে ভোলার মানুষ আবেগ আপ্লুত হয়ে পরেন। তারা প্রত্যেক ঘরে ঘরে দোয়া মাহফিলের আয়োজন করেন। আমার জন্য দোয়া করেন। আমি যে যায়গা থেকে ফিরে এসেছি তা কেবল মানুষের দোয়া ও মহান আল্লাহর রহমতে। আমি ভোলাের মানুষের কাছে চিরঋনী হয়ে গেলাম যতদিন বাছবো ভোলার মানুষের এ ঋন শোধ করার জন্যই কাজ করে যাবো। তিনি বিডিও বার্তায়  ভোলা-৩ ও ভোলা-৪ এর এমপি দেরও তার এ অসুস্থ্যতার সময় তার পাসে দাড়ানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।  বিডিও বার্তায় আলী আজম মুকুল ভোলা বাসিকে মাহে রমজানের পবিত্রতা রক্ষারও অনুরোধ জানিয়েছেন। তিনি অতিদ্রুততম সময়ের মধ্যে ভোলায় ফিরে আসার কথা জানিয়ে বলেন, ভোলায় ফিরে যেতে খুবই ইচ্ছা করছে ভোলার মানুষকে  এ সময় কাছে পাওয়ার যে কি আকুলতা তা আমি ভাষায় ব্যাক্ত করতে পারছিনা।

SHARE