পিতা-মাতার ভরণপোষণে কৃপণতা করলে তার স্থান কারাগারে’- পার্থ

ইয়ামিন হোসেনঃ

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বাংলাদেশে এমন আইন বানানো উচিত যে সন্তান পিতা-মাতার ভরণপোষণে কৃপণতা করলে তার স্থান সমাজে হবেনা না, শুধু কারাগারে হবে।

রোববার আন্দালিব রহমান পার্থ মাকে নিয়ে লেখা একটি অনলাইনে প্রকাশিত নিউজ শেয়ার দিয়ে এ স্টাটাস টি দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বাংলাদেশে আইন বানানো উচিত …। প্রত্যেক সন্তানের প্রতি বছরের রোজগারের কমপক্ষে ১০-১৫ শতাংশ তার পিতা-মাতার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।
সরকার যেভাবে ভ্যাট বা এ আইটি কাটে ঠিক ওভাবে। আর যদি না দেয় তাহলে সাজা। যেই সন্তান পিতা-মাতার ভরণপোষণে কৃপণতা করে তার স্থান সমাজে না,শুধু কারাগারে।’

SHARE