এ কি হলো ভোলার? আইন শৃংখলার চরম অবনতি

খাদিজা স্বপনা/ আল আমিন/ ইয়ামিন হোসেন/ জয় দে ঃ

ভোলা নিউজ-১৪.০৫.১৮

ভোলার ধনিয়ায় বাবার হাতে আর্মি পুত্র খুন। দৌলতখানে ছেলে জবাই করলো মা কে। ইলিশার চরআনন্দে ছেলে সাপল দিয়ে কুপিয়ে হত্যা করলো বাবাকে। বাপ্তার চৌদ্দ ঘরে মা জবাই করেছে তার ছোট্টো আদরের সন্তানকে। এবার গত রাতে সদর মডেল থানা হতে দেড় কিলোমিটার দুরে শহরের মধ্যে বাপ্তা বোডের ঘর ইউনিয়ন পরিষদের ব্রিজের উপর বড় ভাই কুপিয়ে হত্যা করলো ছোট ভাই মাসুম কে। তাকে ছাড়াতে এগিয়ে আসলে মাসুমের শালা জাহিদকেও কুপিয়ে হত্যা করে মামুন। গত রাত ১২ টার এ ঘটনা ভোলা বাসিকে হতবাগ করেছে। সবার একই প্রশ্ন ভোলায় এসব হচ্ছেটা কি? হঠাৎ করে ভোলার আইন শৃংখলার কেন এই চরম অবনতি। এসব প্রশ্নের উত্তর খুজতে ভোলা নিউজ ভোলার সামাজিক উন্নয়নের নেতাসহ ভোলার সুধিসমাজ ও শিক্ষক সমাজের কাছে জানতে চেয়ে অনেক প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছে সকল প্রশ্নের সমাধান নিয়ে পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করবে ভোলা নিউজ। এক সময়ের অতিথি পরায়ন ও ধর্মীয় রক্ষণশীল  এ জেলার কেন এতো অবক্ষয়? এদিকে গত রাতের ডাবল মাডারসহ গত ৮ দিনে ভোলায় নয়টি তাজা প্রান ঝড়ে গেছে কেউ কেউ ভোলার আইন শৃংখলাকেও দুষছেন। গত কয়েক সপ্তাহে ভোলার আইন শৃংখলার চরম অবনতিততে চরম হতাশার কথা ব্যাক্ত করেছেন ভোলার সামাজিক ও রাজনৈতিক অনেক নেতা কর্মীরা তারা বলছেন ভোলা দুই আসনের এমপি আলীআজম মুকুল হঠাৎ অসুস্থ হয়ে পরলে ভোলার অভিবাবক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও তার ছেলে মইনুল হোসেন বিপ্লব মুকুলকে নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসার কাজে ব্যাস্ত হয়ে পরার পর থেকেই ভোলায় একের পর এক অঘটন হতেই চলছে বিশেষ করে ভোলা শহরের পৌর এলাকায় একাধিক চুরি কাম ধর্ষনের অভিযোগ উঠেছে। কেউ কেউ এটিকে পুলিশের নিয়ন্ত্রনহীন পরিকল্পিত গৃহ ডাকাতিও বলছেন। সব মিলিয়ে আমাদের শান্তি পূর্ন ভোলা আজ অশান্ত নগরী। যখন সারাদেশ রাজনৈতিক হানা হানিতে ও জঙ্গিবাদে চরম অস্থিরতার মধ্যে ছিলো তখনো আমাদের এ শান্ত জেলার আইন শৃংখলা নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তাহলে আজ কেন এ অবস্থা?  গতরাতের ডাবল মার্ডারের পূর্বে পুলিশ তাদের বাসায়ও গিয়ে ছিলেন অভিযোগ নিয়ে। তার পরেও পুলিশের নজরে আশার ১২ ঘন্টার মধ্যে এ হত্যা কান্ড তারি উত্তর খুজবে ভোলা নিউজের ক্রাইম রিপোর্টার আল আমিন ও ইয়ামিনের নেতৃত্বে একাধিক প্রতিবেদক উত্তর মেলাতে সাথে থাকুল ভোলা নিউজের।

SHARE