ইয়ামিন হোসেন ঃ
ভোলা নিউজ-০৫.০৫.১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতৃত্বাধীন অন্যতম শরিকদল জাতীয় পার্টি বিজেপি কারাবন্দী সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া কে ছাড়া আগামী নির্বাচনে যাবেনা বলে মন্তব্য করেছেন, ভোলা জেলা বিজেপি’র ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রতন ও বিজেপি সম্পাদক মোতাসিম বিল্লাহ।
শনিবার দুপুরে ডিবিসি নিউজের আয়োজনে ভোলা সদর ১ আসনের ইলেকশন একপ্রেস এর সাক্ষাৎ এসব বলেন তিনি।
আমিরুল ইসলাম রতন বলেন, দেশে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় তাহলে ২০০৮ সালের মত বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জয় লাভ করবে।
এই সময় ডিবিসি নিউজের এক প্রশ্নে, জেলা সম্পাদক মোতাছিম বিল্লাহ জানান, বিজেপি ৫ থেকে ১০টি আসন পাবে ঐ উপলক্ষে ১ আসনে আমাদের দলের চেয়ারম্যান প্রার্থী হবেন এবং ভোটের যুদ্ধে ও আমরা ২০০৮ সালের মত জয় লাভ করবো বলে আশাবাদী।
এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন খশরু,সম্পাদক মানিক বাঘা, সেচ্চাসেবক পার্টির সভাপতি গোলাম হোসেন, ছাএ সমাজের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব কামাল সর্দার প্রমুখ।