ভোলায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সাংবাদিক অবহিতকরন সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি,ভোলানিউজ.কম,

ভোলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠান ও সাংবাদিক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। গত ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক বলেন, মানুষের জীবনে সবচেয়ে অমূল্য সম্পদ হচ্ছে তার স্বাস্থ্য। এই স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু খাদ্যের বেলায় পুষ্টির গুরুত্ব অপরিসীম। তাই আমাদের খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবতে হবে। কোন খাবার খেলে পুষ্টি গুন বাড়বে সেটা জানতে হবে। এই ক্ষেত্রে শহরের তুলনায় পল্লী অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে রয়েছে। তাই এ ব্যাপারে আরো সচেতনতা বৃদ্ধির জন্য সকলের নিকট আহবান জানান জেলা প্রশাসক।
জেলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: সাফিন মাহমুদ, প্রেসক্লাব আহবায়ক মো: আবু তাহের, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা র্কমকর্তা মো: শাহাদাত হোসেন,জেলা পুষ্টি কর্মকর্তা তপন কুমার সাহা, নিউট্রেমন ইন্টারন্যাশনাল এর জেলা পুষ্টি কর্মকর্তা মো: মকবুল হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার ঘোষসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার বলেন, পুষ্টি সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা, স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, হাসপাতালের সেবা গ্রহনকারীদের নিয়ে কাউন্সিলিং, পুষ্টি মেলা, পুষ্টি বিষয়ক রান্না প্রতিযোগিতা, প্রত্যন্ত এলাকায় পুষ্টি জ্ঞান বিষয়ক উঠান বৈঠকসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
চিত্রাংকন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার নওসাবা হক তাসফিয়া,কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন মালিহা আকতার,রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন ইসকাতুল জাহান ।

(আল-আমিন এম তাওহীদ,২৯এপ্রিল-২০১৮ইং)

SHARE