আসামি ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ সদস্য নিখোঁজ

অনলাইন ডেস্ক, ভোলানিউজ.কম,

পলাতক আসামিকে ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে শাহীনুর রহমান নামে এক পুলিশ সদস্য নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শাহীনুর রহমান মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায়। তার খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব গিলন্ড গ্রামের সালাম নামে এক আসামি বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার হওয়ার পরপরই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ সদস্য শাহীনুর ধাওয়া করলে নদীতে ঝাঁপ দেয় সালাম। তাকে ধরতে শাহীনুরও নদীতে ঝাঁপিয়ে পড়েন। এতে আসামি নদী থেকে উঠে পালিয়ে গেলেও পুলিশ সদস্য শাহীনুরকে খুঁজে পাওয়া যায়নি।

পরে ঢাকা ও মানিকগঞ্জের ডুবড়ি দলের দুইটি টিম কালিগঙ্গা নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

(আল-আমিন এম তাওহীদ,২০এপ্রিল,১৮ইং)

SHARE