ডেস্ক: ভোলানিউজ.কম,
কেমন আছেন গুরমিত রাম রহিম সিংহ ইনসান এবং তার পালিত কন্যা হানিপ্রীত। দুই সন্ন্যাসিনীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড হয় রাম রহিমের। বর্তমানে বাবা ও কন্যার জেলেই কাটছে দিন। রোহতকের জেলে রয়েছেন সাজাপ্রাপ্ত রাম রহিম। আর আমবালার সেন্ট্রাল জেলে রয়েছেন হানিপ্রীত।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, জেলে ঢুকে অনেক বদলে গেছেন রাম রহিম। এখন তার রোজগার দৈনিক ২০ টাকা মাত্র। সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটেন রান্নাঘরের পাশের বাগানে। তাকে দেখে চেনাই মুশকিল। তার পরিবার তাকে মাসে মাসে ৫ হাজার টাকা দেয়। সেই টাকায় শিঙ্গাড়া কিনে খান তিনি।
এদিকে পালিত কন্যা হানিপ্রীত নাকি মুখিয়ে থাকেন কবে কোনও আত্মীয় তার সঙ্গে দেখা করতে আসেন। জেলে মানিয়ে তীব্র চেষ্টা করছেন তিনি। মামলা চলাকালীন আদালতে হাজিরা দিতে আসার সময়ে তার পরনে থাকে নিত্য নতুন ডিজাইনার স্যুট। প্রথম প্রথম বাড়ি থেকে খাবার আনাতেন। জেল কর্তৃপক্ষের নির্দেশে সে সব অবশ্য বন্ধ। আপাতত জেলের খাবার খেয়ে দিন কাটছে তার।
(আল-আমিন এম তাওহীদ/১৫এপ্রিল/২০১৮ইং)