মনপুরায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় স্কুল রুমে শিক্ষিকাকে ধর্ষণচেষ্ঠায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকেগ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করেন শিক্ষক নেতারা। এই সময় শিক্ষক নেতারা সেইছাত্রলীগ নেতাকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।

বৃহস্পতিরবার সকাল ১১ টায় প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে প্রাথমিক স্কুলের শিক্ষকরা উপজেলাচত্বর থেকে মিছিল নিয়ে মনপুরা প্রেসক্লাবে সামনে আসে। বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব সামনেঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন শিক্ষক নেতারা।

মানববন্ধনে ‘এনামের শাস্তি চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামের বিচার চাই’‘শিক্ষক নির্যাতনকারীএনামকে গ্রেফতার কর’ ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা চাই’ সংবলিত ব্যানার, প্লেকার্ড নিয়েমানবন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষকরা।

মানববন্ধনে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম বলেন, ঘটনার ৬ দিনঅতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারকে গ্রেফতার করে আইনেরআওতায় আনতে পারেনি প্রশাসন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন এনাম হাওলাদারকে গ্রেফতার করারদাবী জানান। গ্রেফতার করা না হলে আরোও কঠিন কর্মসূচী দিবেন বলে হুশিয়ারী দেন শিক্ষক নেতা।

এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান  জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতাকেগ্রেফতারে পুলিশ সর্বাতœক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আশাকরি তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায়আনা হবে।

SHARE