ভোলায় বিএমজেএফ’র প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভোলা জেলা শাখা। মঙ্গলবার সকালে ভোলা জেলা শাখার নেতৃবৃন্দরা ভোলার জেলা প্রশাসক না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির এর কাছে স্বারকলিপি প্রদান করেন। এসময় দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভোলা জেলা শাখার আহবায়ক এবং এনটিভির স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ ২৪ ডটনেট এর সম্পাদক মোঃ আফজাল হোসেন, সদস্য সচিব এবং এসএটিভি ও দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এড.শাহাদাত হোসেন শাহিন, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি মোঃ শিমুল চৌধুরী, ভোলা নিউজ ২৪ ডটনেট এর প্রকাশক মোঃ আরিফ উদ্দিন রনি, দৈনিক আজকের বরিশাল ভোলার ব্যুরো চীফ ও দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি এইচ.এম নাহিদ, ভোলা নিউজ ২৪ ডটনেট এর নির্বাহী সম্পাদক মোঃ রাকিব উদ্দিন অমি, তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, দৈনিক আজকের ভোলার সহকারী সম্পাদক এম শাহরিয়ার জিলন, ভোলা নিউজ ২৪ ডটনেট এর স্টাফ রিপোর্টার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলমগীর কবির সাংবাদিক নেতাদের সাথে বিস্তারিত আলোচনা করেন সংগঠন সম্পর্কে। সাংবাদিকদের দাবী দাওয়ার সাথে একাত্ততা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের দাবীগুলো যুক্তিক। তারা সমাজের ও দেশের উন্নয়নমুলক কাজ তুলে ধরেন। পরে তিনি দেশের সকল উন্নয়নমুলক কাজ গুলো তুলে ধরার জন্য বলেন। সাংবাদিক নেতারাও বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নমুলক কাজের পাশাপাশি সব ধরনের সমস্যাগুলো তুলে ধরছেন। তবে এজন্য সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করা খুবই জরুরী। একই সাথে সাংবাদিকদের তালিকা দ্রুত প্রকাশ করার দাবী জানান।

SHARE