সংক্রমণ রোধের বিধিনিষেধ না মানলেই গুনতে হবে জরিমানা

মনজু ইসলামঃ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ ও লকডাউন বাস্তবায়নে ভোলা জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করেছে। সরকার ঘোষিত এক সপ্তাহ লকডাউন এর আজ রবিবার( ০৪ জুলাই)চতুর্থ দিনে ঘোষিত ২১ দফা বিধি নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে ভোলা সদর থানাধীন পুলিশ চেকপোস্ট তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ।করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে ভোলা জেলাধীন সকল থানার উদ্যোগে সরকার ঘোষিত লকডাউন কর্মসুচি শর্ত সাপেক্ষে পালনে চলমান নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে (বাজার, বাসস্ট্যান্ড, রেস্টুরেন্ট, মোড়/পয়েন্টে) সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা, মাস্ক বিহীন ব্যক্তিকে মাস্ক পরিয়ে দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া রোধকল্পে চেকপোস্ট কার্যক্রম পরিচালনার অব্যাহত রয়েছে।

SHARE