শিক্ষকদের টাইমস্কেল ফেরত প্রদানে হাইকোর্টের আদেশ স্থগিত চেম্বার আদালতের

 

অনলাইন ডেস্কঃ

জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা তাদের পূর্বের চাকুরীর ৫০% গননা করে টাইমস্কেল গ্রহন করে আসছে। কিন্ত বিগত ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় সদ্য জাতীয়করনকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রহন করা টাইমস্কেল আইনবিধি সম্মত হয়নি। তাই এই টাইমস্কেল ফেরত পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা সহ যারা এ টাইমস্কেল মঞ্জুরী নিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। চলতি বছরের ১২ আগস্ট এ আদেশের বিরুদ্ধে আমিনুল চৌধুরী হাইকোর্টে রীট পিটিশন নং-৪৬২১/২০২০ দায়ের করেন।

হাইকোর্টে বিভাগের বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামানের দ্বৈত বেঞ্চ রুল জারি সহ এই চিঠির কার্যকারিতা ৪ মাসের জন্য স্থগিত করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্টপক্ষ আপিল করে সি এম পি নং-৪৮৪/২০২০ চেম্বার বিচারপতি শুনানী শেষে ৮ সপ্তাহের জন্য হাইকোর্টের দেয়া আদেশ ১৩ স্টেম্বর স্থগিত করে দেয় । যার কারণে অর্থ মন্ত্রনালয়ের কার্যকারিতা বহাল থেকে যায়।

SHARE