লিটন ভাইয়ের মত আমাকে পাশে নিয়েই উদ্ভোধন হবে ভোলা-বরিশাল ব্রীজ- ডঃ শান্ত।।

 

মনজু ইসলাম /টিপু সুলতানঃ ভোলা বরিশাল ব্রিজ এখন সময়ের দাবি, এছাড়া ভোলার যাত্রীরা যত টাকা খরচ করে ঢাকা ভোলায় যাতায়াত করে তার চেয়ে কম টাকায় বিমানে যাতায়তের জন্য একটি বিমান বন্দর জরুরী হয়ে পরছে। এছাড়া ভোলার গ্যাসের যথাপোযক্ত ব্যাবহারের জন্য ভোলায় একটি সার কারখানা করতে প্রধান মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন ডঃ শান্ত।ভোলায় স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্ভোধন করায় মাননীয় প্রধামন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভোলা জেলা যুবলীগের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডঃ শান্ত। তিনি আশা প্রকাশ করে বলেন মাননী প্রধান মন্ত্রী আমার বড় ভাই চীফ হুইপ লিটন চৌধুরীকে পাসে নিয়ে যেভাবে পদ্মা সেতু উদ্ভোধন করেছে একদিন ঠিক এভাবে আমাকে পাসে নিয়ে ভোলা বরিশাল সেতুর উদ্ভোধন করবেন ইন শা আল্লাহ।আজ বিকেলে ভোলা শহরের উকিলপাড়ার শান্ত নীড়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাক আহমেদ শাহিনের সভাপতিত্বে জেলা যুবলীগ কতৃক আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়।ভোলা জেলা যুবলীগের এ আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবীদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. আশিকুর রহমান শান্ত ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুহিন মোল্লা, যুবলীগ নেতা নওশাদ হোসেন মুন, জিএম মনির আহমেদ,মনিরুল ইসলাম প্রমূক।এসময় ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

SHARE