লালমোহনে দুই গ্রুফের সংঘর্ষ, এমপি শাওন এর গাড়ী ভাংচুর।

টিপু সুলতান।। ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন এর নাজিরপুর বাজারে সাধারণ মানুষের মাঝে শীত-বস্ত্র বিররণ করার সময় বর্তমান ইউপি সদস্য জামাল খাঁ ও সাবেক ইউপি সদস্য লিটন ব্যাপারীর সমর্থকদের মাঝে কথার কাটাকাটি হয়। একপর্যায় দুই পক্ষের মাঝে মারামারিতে রুপ নেয়।দুই গ্রুপের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ওই সময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর বহনকারী গাড়ি ভাংচুর করেন। পরবর্তীতে পুলিশ প্রহরায় ও লালমোহন পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। ওই সময় লাঠির আঘাতে দুই পক্ষের আটজন গুরুতর আহত হয়। পরে তেদের কে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তারা বর্তমানে চিকিৎসাধীনে আছেন।সোমবার বেলা ১১টার সময় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন এর নাজিরপুর বাজারে সাধারণ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত-বস্ত্র বিতরণ কালে এমন ঘটনা ঘটে।এমন ঘটনা-কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ পেইজবুকের মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। ভোলার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে এমন ঘটনা হয়। অন্যদিকে একই ঘটনা হয় ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাট বাজারে কম্বল বিতরন করার সময়। সাধারণ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত-বস্ত্র বিতরনকালে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। শীত-বস্ত্র দেওয়ার জন্য তাদেরকে এনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখা হয়েছে। এক পর্যায় তাদের মাঝে বিশৃঙ্খলা ও ধস্তাধস্তি সৃষ্ঠি হয়। সাধারণ অসহায় ও দরিদ্র আমন্ত্রণ করা জনগণ ক্ষোভের বসে অনেকেই মঞ্চের চেয়ার বাড়িতে নিয়ে যান। স্থানীয় সাধারণ অসহায় ও দরিদ্র আমন্ত্রণ করা মানুষের অভিযোগ আমন্ত্রণ জানানো হলেও সবাইকে কম্বল দেওয়া হয়নি। এমন ক্ষোভ নিয়ে টানটান উত্তেজনা বিরজ করে নেতা কর্মীদেরকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE