রাত পোহালেই ভবানীপুরে নির্বাচন, মমতা-প্রিয়াঙ্কার দ্বিমুখী লড়াই, নিশ্ছিদ্র দূর্গ গড়ল পুলিশ

 

অনলাইন ডেস্ক ঃ  রাত পোহালেই বৃহস্পতিবার ভবানীপুরের উপনির্বাচন। নন্দীগ্রামে হারার পর ভবানীপুর কেন্দ্র থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ইস্তফা দেওয়ায় এই আসনটি শূন্য হয়। মিশ্র এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। বাম প্রার্থী সিপিএমের শ্রীজীব বিশ্বাস আছেন কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল এর। বর্ষণমুখর ভবানীপুরে যত বেশি ভোট হবে ততই লাভ তৃণমূলের। আটটি ওয়ার্ড নিয়ে গড়া ভবানীপুর কেন্দ্রে ছটি ওয়ার্ডে তৃণমূলের প্রাধান্য। কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের আনুকূল্য প্রায় ৬০-৪০। প্রিয়াঙ্কা এবং বিজেপির নিশানায় এই কেন্দ্র গুলি। তবে, টেনিসের ভাষায়, ভবানীপুরে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে ভোটের আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। কলকাতা পুলিশও নিশ্ছিদ্র দূর্গ তৈরি করেছে। ভবানীপুর তৈরি ভোট দিতে, শুধু শঙ্কার চোখ আকাশের বৃষ্টির দিকে।

SHARE