মন্ত্রী জ্যাকবের পড়া লেখা নিয়ে বিতর্ক,

বিশেষ প্রতিনিধি, ভোলানিউজ.কম,

বন ও পরিবেশ উপ-মন্ত্রী অfব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ২০০৮ সালে নির্বাচনী হলফ নামায় এইচএসসি পাশ থাকলেও এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএসএস পাশ দেখানো হয়েছে।

এ নিয়ে অাপত্তি তুলেছেন তার প্রতিদন্দ্বী প্রার্থী নাজিমউদ্দিন অালম। তিনি জেলা প্রশাসককে অবহিত করলেও জেলা অামলে নেননি ফলে বাধ্য হয়ে নামিজউদ্দিন অালম জ্যাকবের সনদটি ভুয়া দাবি করে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। জ্যাকবের মাস্টার্স পাশ সঠিক হলে মনোনয়নপত্র বৈধ হবে, অার ভুয়া হলে মনোনয়নপত্র বাতিল হবে। নির্বাচন কমিশন থেকে কি সিদ্ধান্ত অাসে তা জানার জন্য ভোলার চাঁ এর কাপে ঝড় ভয়েছে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জ্যাকবের প্রতিনিধি পৌর অা.লীগের সাধারণ সম্পাদক মনির উদ্দিন শুভ্র শুনানীকালে জানান, জ্যাকবের অর্জিত মাস্টার্স পাশের সার্টিফিকেট ভুয়া নয় বৈধ।

উল্লেখ্য, অাজ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের যাচাই-বাচাই অনুষ্ঠিত হয়। এতে ৩জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

অাগামিকাল বিস্তারিত অাসছে…….

(আল-আমিন এম তাওহীদ, ২ডিসেম্ববর-২০১৮ইং)

SHARE