মদনপুরের উদ্দশ্যে জলদস্যু কাফেলা হার্ড লাইনে পুলিশ

 

বিশেষ প্রতিনিধিঃ দুর্গম চর মদনপুরে কাল ভোট। ইতোমধ্যে আন্তঃজেলা নামিদামি জলদস্যু নেতারা তাদের কাফেলা নিয়ে রওয়ানা দিয়েছেন মদনপুরের নির্বাচনীয় মাঠে। সকালে হাতিয়া থেকে ৩টি ইঞ্জিন চালিত ট্রলার মদনপুরের উদ্যেশ্যে ছেড়ে আসেন। এছাড়া নিঝুমদ্বীপ, মনপুরা, আলেকজান্ডার, লক্ষীপুরের জলদস্যু নেতারা আগ থেকেই অবস্থান করছেন মদনপুরে। কিছু জলদস্যু মদনপুরের পাশের চর গুলতে অবস্থান করলেও আগামীকাল ভোর রাতের দিকে মদনপুরে ঢুকতে পারেন বলেও আশংকা করছেন ভোটাররা। ভোটের দিন এরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়ে গত নির্বাচনের মত ভোট কেন্দ্র দখল করবেন বলে জানিয়েছেন ভোটাররা। তবে এ সকল জলদস্যু গত নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে আসলেও এবার দু’জন প্রার্থীর পক্ষেই দু’গ্রুপে ভাগ হয়ে গেছেন এ সকল জলদস্যু নেতারা। যে কারনে প্রাণহানীসহ বড় ধরনের সংঘাতের সম্ভাবনা দেখছেন মদনপুরের ভোটাররা। এদিকে ভুমি দস্যু লাঠিয়ালরাও ভোট কেন্দ্র ঘিরে পাহারা বসিয়েছেন দেশি রামদা, টেডা ও ঢাল সুর্কি নিয়ে। প্রচারণার শেষ দিন গতকাল রাত থেকেই মদনপুরের ভোটাররা আতংকে দিনাতিপাত করছেন। যদিও নির্বাচন অফিস থেকে বরাবরের মত করে নিরাপত্তার কথা বলা হচ্ছে তবে সেখানকার ভোটারদের নির্বাচন অফিসের প্রতি আস্থা হীনতার জন্য চরম উৎকন্ঠায় রয়েছেন। ভোটারদের দাবী। পুলিশ ব্যাব ও কোষ্টগার্ড দিয়ে যদি নির্বাচনের একদিন আগ থেকে মদনপুর থেকে বহিরাগতদের না তাড়ানো যায় তাহলে নির্বাচনী পরিবেশ ভালো রাখা কঠিন হয়ে পড়বে পুলিশ প্রশাসনের জন্য। যদিও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন হবে অবাধ সুষ্ট নিরপেক্ষ। কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া হবেনা। এদিকে গতকাল এডিশনাল এসপি আবুল কালাম আজাদের নের্তৃত্বে সুসজ্জিত পুলিশের নির্বাচনীয় মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া শেষে আবুল কালাম আজাদ বলেন, ভোটকেন্দ্রে কোনো প্রকার অন্যায় সহ্য করা হবেনা। অন্যায়কারী যতই বড় হোক গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা হবে।

SHARE