ভোলা প্রেসক্লাবের শেষ শ্রদ্ধা, জানাযা বাংলা স্কুল মাঠে ২টায়

 

 

বিজয় বাইনঃ

আফসার উদ্দিন বাবুল। ভোলার মানুষের অতি পরিচিত নাম। অতি পরিচিত প্রানবন্ত মানুষটি দীর্ঘ দিন ধরে যান্ত্রিক শহর ঢাকার পপুলার হাসফাতালে গুরুতর অসুস্থ হয়ে চাকিৎসা নিচ্ছিলেন। ২৯ মে রাত ১০.৩০ মিনিটে  তিনি আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আজ ৩০ মে দুপুর ২ টায় বংলাস্কুল মাঠে মরহুমের জনাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ভাইয়ের ছেলে সংগঠক অমি আহমেদ। শে

ভোলার শিল্পকলার বার বার নির্বাচিত সম্পাদক, ভোলার আদালতের সিনিয়র এ্যডভোকেট, ভোলার সাংবাদিক নেতা, ভোলার রাজনিতির মানুষদের আপনজন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, সর্বপরি ভোলার শিক্ষা প্রতিষ্ঠান ও ভোলার ছাত্র ছাত্রীদের প্রিয় শিক্ষক মৌলভীর হাট হোসাইনিয়া ডিগ্রী মডেল মাদ্রানার অধ্যাপক ও বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল। এই শিশুসুলভ মানুষটিকে শেষবারেরমত বিদায় জানান তার দীর্ঘ দিনের সহকর্মী ভোলা প্রেসক্লাবের সাংবাদিকরা। সম্পাদক অমিতাব রায় অপুর নেতৃত্বে ভোলা প্রেসক্লাবে তাকে শেষবারেরমত ফুলদিয়ে বরণ করেন ভোলা প্রেসক্লাব সদস্য নাসির লিটন, জুন্নুরায়হান, হামিদুর রহমান হাসিব, মেজবাহ উদ্দিন শিপু, মসিউর রহমান পিংকু, মোঃ কামরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, তৈয়বুর রহমান, এম সিদ্দুকুল্লাহ, সাংবাদিক অচিন্তিত মজুমদার, অমি আহমেদ সহ অনান্যরা। এসময় এম সিদ্দিকুল্লাহর পরিচালিত দোয়ামুনাজাতে অংশ গ্রহনের মধ্য দিয়ে শেষ বিদায় জানান সবার প্রিয় বাবুল ভাইকে। এ ছাড়াও তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ও মরহুমের দীর্ঘ দিনের সহকর্মী এম হাবিবুর রহমান।

 

SHARE