ভোলা আ’লীগে নয়া চমক শামীম মোরাদার, তরিকুল ইসলাম রনি।।

টিপু সুলতানঃ ভোলা জেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে নতুন চমক হিসেবে প্রচার সম্পাদক তরিকুল ইসলাম রনি ও যুব ক্রিড়া সম্পাদক শমীম মোরাদার এর নাম অন্তর ভুক্তকে সময় উপযোগী মনে করছেন ভোলার রাজনৈতিক বিশ্লষকরা। শামীম মোরাদার ভোলার আওয়ামী রাজনিতির একজন পরিক্ষিত সিপাহসালার। ২০০১ এ দলীয় কর্মীদের উপর দমন নির্যাতণে ভোলার বনেদী আওয়ামী পরিবারের এই শিক্ষক নেতাই ছিলেন ভোলা সদর উপজেলার তৃণমুল নির্যাতিত নেতা কর্মীদের রক্ষা কবজ হিসেবে। যুব সমাজকে মাদক থেকে সরিয়ে এনে দক্ষ জন শক্তিতে পরিনত করে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় কর্যকরি ভুমিকা রাখতে সক্ষম হবেন বলে শিক্ষক নেতা শামীম মোরাদারের উপর দলীয় হাইকমান্ড আস্থা রেখেছেন বলে মনে করছেন ভোলার তৃণমুলের আওয়ামী নেতা-কর্মীরা।
রনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালনসহ দলের উন্নয়নে সচেষ্ট ভুমিকা রেখেছেন সর্বদা। ভোলার আওয়ামী রাজনীতির বনেদী পরিবারের এই দুই সন্তানকে কমিটিতে অন্তর ভুক্তির খবরে খুশি দলের তৃনমূল।এ ছাড়া সাংঘঠনিক সম্পাদক হিসাবে পদায়ন হয়েছে ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ও সালাউদ্দিন লিংকন এবং আইন বিষয়ক সম্পাদকে নতুন নাম এডভোকেট মাহাবুবুল হক লিটু’র। ভোলার আওয়ামী রাজনীতির পাওয়ার হাউজ খ্যাত জহুরুল ইসলাম নকিবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এবারও আস্থার প্রতিক হিসেবে রেখেছেন দলীয় হাই কমান্ড। ফজলুল কাদের মজনু ও তরুণ উদিয়মান মইনুল হোসেন বিপ্লবকে সভাপতি সম্পাদক হিসেবে প্রত্যক্ষ ভোটে সভাপতি সম্পাদক নির্বাচিত করার দীর্ঘদিন পরে এই পুর্নাঙ্গ কমিটি জেলার রাজনৈতিক অঙ্গনের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির নির্দশক্রমে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের আজ ১৫ মার্চ ভোলা জেলা আওয়ামীলীগের পুর্নাঙ্গ এই কমিট অনুমোদন দেন। নতুন এই কমিটিকে নির্বাচন মুখী সময় উপযোগী কমিটি হিসেবেই দেখছেন ভোরার রাজনৈতিক বিশ্লেষকরা

SHARE