ভোলায় ২২কোটি টাকার থ্রিপিস-শাড়িসহ চোরাই পণ্য আটক।।

নিউজ ডেস্ক।।
ভোলা: ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে ভারত থেকে পাচার করে আনা প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চিকিৎসার সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড।
জব্দ করা মালপত্রের মধ্যে ১৭ হাজার ৮২৪টি বিভিন্ন মানের ভারতীয় শাড়ি, ১৬৬টি থ্রিপিস ও ৬৪৪২টি চিকিৎসার সামগ্রী রয়েছে।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে ভোলা জেলার সদর উপজেলার তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি বেইসের একটি দল। এসময় সন্দেহ হওয়ায় ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকাটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড চার রাউন্ড ফাঁকা গুলি করার পর পাচারকারীরা নৌকাটি চরের পাশে রেখে পালিয়ে যায়। এরপর এফবি আবিদ নামের ওই নৌকাটিতে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা এসব মালপত্র পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা।তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে জব্দ করা মালপত্র ও নৌকাটি ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিপু সুলতান / ভোলা নিউজ

SHARE