ভোলায় সামাজিক দূরত্ব বাজায় রেখে পাড়া-মহল্লায় হোটল চালু

 

টিপু সুলতান

আজ রবিবার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায় ঘুরে দেখা গিয়েছে সামাজিক দূরুত্ব বাজায় রেখে হোটেল গুলোতে ইফতার বিক্রি হচ্ছে।

দুপুর থেকে এলাকাবাসীরা ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনেছেন। আর হোটেল থেকে সুস্বাদু ইফতার সামগ্রী কিনেছেন শেষ বিকেল থেকে।

দুপুর তিনটার দিকে কথা হয় মিজান হোটেলের মালিক মো. মিজানের সঙ্গে। তিনি বলেন, গত শনিবার থেকে রোজা শুরু হওয়ায় অনেকেই ইফতারের আগ মুহূর্তের কেনাকাটা করতে বিপদে পড়েছেন। ৫টা পর্যন্ত খোলা থেকেও সেই সমস্যা রয়ে গেছে। সুপার শপের মতো ৬টা পর্যন্ত খোলা রাখার দরকার ছিল।

ওই দোকানের সামনে কথা হয় স্থানীয় বাসিন্দা হানিফের সঙ্গে। তিনি বলেন, এখন রোজার মাস। ইফতারের আগ পর্যন্ত খোলা রাখার দরকার হোটেলগুলো। অনেক সময় বিভিন্ন কারণে ঘরে ইফতারি তৈরি করা হয়ে ওঠে না। তখন আমাদের হোটেল থেকে নিয়ে ইফতারি করতে হয়।

SHARE