ভোলায় শিক্ষক নির্যাতনের প্রতিবাধে মানববন্ধন।।

লালমোহন প্রতিনিধিঃ লালমোহনে শিক্ষককের উপর হামলার প্রতিবাদে ও হামলা কারি বখাটে মাইনুদ্দিন মেলকারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে লালমোহনের শিক্ষক ও ছাত্র-ছত্রী বৃন্দ।২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার সময় বদরপুর ইউনিয়নের বেবিরচর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এসময় মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকের উপর হামলা কারি মাইনুদ্দিন মেলকারকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানান।মানববন্ধনে হামলার স্বীকার লালমোহন উপজেলার বদরপুর হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক কৃষি আবদুল মান্নান অভিযোগ করে বলেন, ১৯ সেপ্টেম্বর সন্ধা ৭ টার সময় দেবিরচর বাজারে মিতু মেডিকেলের সমনে এসে মাইনুদ্দিন মেলকার সমান্য কথা কাটাকাটির একপর্যায়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে এবং হামলা কারীরা আমার দোকান ভাংচুর করে দোকানের ক্যাশ থাকা টাকাও ছিনিয়ে নিয়ে যান।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ মোঃ মাহাবুবুর রহমান বলেন, মাইনুদ্দিন মেলকার এর পূর্বে দেবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির কে মারধোর করে এখন আবার আমাদের প্রতিষ্ঠানের শিক্ষককে মারপিট করে এবং সে একজন ব্যবসায়ী তার দোকান ভাংচুর করে টাকা পয়সা নিয়ে যায় আমরা এর কঠিন বিচার চাই।এঘটনায় মন্নান বাদী হয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেননি।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE