ভোলায় শান্তিপূর্ণ হরতাল, নজিরবিহীন নিরাপত্তা।।

ষ্টাপ রিপোর্টার।। ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। হরতাল উপলক্ষ্যে ভোলায় র ্যার ও পুলিশের টহল ও সাইরেনের শব্দে আতংকিত হয়ে পড়েছে সাধারন মানুষ। সকাল ৯.৩০ মিনিট পর্যন্ত ভোলা সদর রোডসহ আশপাশের সড়কগুলোতে কোন প্রকার যানবাহন চলতে দেখা যায়ানি। ভোলার মার্কেটসহ বিপনীবিতান গুলোও বন্ধ রয়েছে। তবে অতীতের হরতালে আওতামুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোও আজ খুলতে দেখা যায়নি। এখন পর্যন্ত কোন অপ্রিতীকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অংগসংগঠনের নেতা কর্মিদের মিছিল করতে দেখা গেছে ছোট ছোট গ্রুপে। তবে হঠাৎ করে ডাকা এই হরতালে বিপাকে পরতে হয়েছে ঢাকাসহ ভোলার বাহির থেকে আসা যাত্রীদের তার আন্তঃজেলা বাস চলাচলের জন্য অপেক্ষা করছেন বাসস্টান্ডে। তবে নয়া পল্টনের জানাযা শেষে নুরে আলমের লাশ নিয়ে ভোলার উদ্দেশ্যে রওয়ানা দিবে নেতাকর্মীরা। লাশ ভোলায় পৌঁছানোর পর ফের উত্তেজনা দেখা দিতে পারে এমনটা মাথায় রেখে ব্যাপক পুলিশী নিরাপত্তা নেওয়া হয়েছে বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন ভোলা সদর থানার ওসি অপারেশন মোঃ রাজিব।

SHARE