ভোলায় লোক দেখানো অভিযান,থেমে নেই জাটকা বিক্রয়

মাহিয়ান হিমেল#
জাটকা ক্রয় বিক্রয় সম্পুর্ন অপরাধ হলেও ভোলা শহরে জাটকা ক্রয় বিক্রয় যেন নতুন কিছু নয় এমটাই প্রমান মিললো শহরের বাজার ঘুড়ে । ভোলা নিউজের সাংবাদ কর্মীরা মাঠে নেমে জাটকা ক্রয় বিক্রয়ের নিউজ প্রকাশের পর পর লোক দেখানো অভিযানে নেমেছে ভোলা জেলা প্রশাসন এমনটা জানা যায় জাটকা বাজার ঘুড়ে।

জানাযায়,আজ সন্ধা ৭ টার দিকে উকিল পাড়া জাটকা সহ এক বিক্রতাকে জাটকাসহ আটক করেন,পরে ২০০০ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এদিকে মৎস্য বিক্রতারা জানান, নদীর পাড়, জেলে পল্লী,মাছে গোডাউন ও আড়ৎদার দিকে ফিরে তাকায় না প্রশাসন এবং আরো বলেন এটি একটি লোক দেখানো জাটকা অভিযান অথচ আজ বাজারে ঘুড়ে দেখা যায়, জাটকা বিক্রয়েেে চিত্র।

SHARE