ভোলায় বেড়ীবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম

মনজু ইসলাম/টিপু সুলতানঃ

ভোলার দৌলতখানে বেড়ীবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পানিউন্নয়ন বোর্ডের দায়িত্ব হীনতার জন্য ঠিকাদাররা এমন অনিয়ম করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

দৌলতখান সৈয়দপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৩৪ কোটি টাকার বেড়ীবাঁধ ও স্লোবের ব্লক বানানোর কাজ চলছে ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে। উক্ত কাজের ঠিকাদার দৌলতখানের একজন প্রভাবশালী ইউপি চেয়ারম্যান বলে বলে যানা গেছে।

বেড়ীবাঁধ ১৪ ফিট উচ্চতা থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে ৮ ফিট্, রিভার সাইজের সোলব ৬০ ফিট্ থাকার কথা থাকলেও বাস্তবে রয়েছে ৪০ ফিট্, বেড়ীর উপরের মুখ ১৪ ফিট থাকার কথা থাকলেও বাস্তবে ৮ থেকে ১০ ফিট্। স্লোবের ব্লক

তৈরী ক্ষেত্রে এলসি পাথর ব্যবহার না করে ভুতু পাথর ব্যবহার করা হয়েছে, তা ও পাথর চালার চালুন ব্যবহার হচ্ছে না। ময়লা আবর্জনা দিয়ে কাজ চলছে।

এব্যাপারে ভোলা ২ এর জনপ্রিয়  এমপি আলী আজম মুকুুল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন দৌলতখানের নদী ভাংতি মানুষ।

ছবি ও তথ্যঃ সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের কাছ থেকে সংগ্রহিত।

SHARE