ভোলায় বাড়ির ছাদে এ্যালোভেরা চাষে স্বাবলম্বী ইভানা আফরোজ

সোহেল মাহদঃ

চরফ্যাসন উপজেলার ভদ্রপাড়ার ইভানা আফরোজ স্নিগ্ধা। বাড়ির ছাদে বানিজ্যিকভাবে চাষ করছেন এ্যালোভেরা। তার সাথে কথা বলে জানা যায়, বছর তিনেক আগে বাবা ছোট একটা এ্যালোভেরার চারা আনে। তারপর সেটি বাড়ির ছাদে টবে লাগানো হয়। শখের বসে এটির পরিচর্যা করতে করতে সেখান থেকে বর্তমানে চারশত গাছ হয়েছে। প্রায় প্রতিনিদই এ্যালোভেরা বিক্রি করে থাকেন ইভানা আফরোজ। এ থেকে মাসে প্রায় ৬-১০ হাজার টাকা আয় করতে পারেন। তিনি আরো বলেন, ছাদের জায়গা কম থাকায় এর চেয়ে বড় পরিসরে করা সম্ভব হচ্ছেনা। তবে অল্প পরিসরে ড্রাগনও চাষ করছেন তিনি। তার এই সাফল্য দেখে অনেকেই উদ্যোগী হয়েছেন, চারা নিতে আসেন অনেকে। প্রয়োজনীয় পরামর্শও দিয়ে থাকেন তিনি। সংসারের কাজের পাশাপাশি এ কাজ করে আর্থিকভাবে সফল হয়েছেন বলে জানান ইভানা আফরোজ।

SHARE