ভোলায় দুর্ণীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন ও পথসভা

গোপাল চন্দ্র দে,

ভোলায় আন্তর্জাতিক দুর্নিতি বিরোধী দিবস উপলক্ষে জেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নিতি দমন কমিশন (দুদক)’র সহযোগীতায় ভোলায় মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ ডিসেম্বর) সকালে ভোলা কে-জাহান শপিং কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশনেয় হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ভোলা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধন ও পথ সভায় জেলা দুর্নিতি প্রতিরোধ কমিটি ভোলার মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা নাগরিক কমিটির সম্পাদক এসএম বাহাউদ্দিন, ইউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম ভোলার সম্পাদক মো: হোসেন, সদর উপজেলা সুজনের সম্পাদক মনিরুল ইসলাম,শিক্ষক প্রনব কুমার নন্দী, এরব স্কুল এন্ড কলেজের ছাত্রী শিমুল প্রমুখ।
এসময় বক্তারা, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নিতির বিরুদ্ধে একতা বন্ধ হতে অহবান জানান সকলকে এবং বলেন দুর্নিতিবাজ যেই হোক তাকে ঘৃনা করতে হবে। দুর্নিতিকে ঘৃনা করতে হবে। দুর্নিতির বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।

(আল-আমিন এম তাওহীদ, ৯ডিসেম্বর-২০১৮ইং)

SHARE